কি কি উপায়ে অনলাইনে টাকা উপার্জন করা যায় | Ways to Earn Money Online
এই পৃথিবীতে প্রত্যেক মানুষের টাকার প্রয়োজন। প্রত্যেকেই মাসে হাজার হাজার টাকা উপার্জন করতে চায়। মানুষ একটি স্বপ্নের বাড়ি বানাতে চায়, স্বপ্নের গাড়ি কিনতে চায় অথবা অন্য কোন স্বপ্ন পূরন করতে চায়। যার জন্য প্রয়োজন প্রচুর অর্থের। আজকের এই যুগে ইন্টারনেট সেই স্বপ্নগুলো পূরন করার জন্য সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। বাড়িতে বসে বা ভ্রমনরত অবস্থায়ও অনলাইনে অর্থ উপার্জন করা যায়। আপনি হতে পারেন একজন ছাত্র, বেকার ব্যক্তি, গৃহিনী, চাকুরীজীবি অথবা অবসর প্রাপ্ত ব্যাক্তি যিনি অনলাইনে অর্থ উপার্জন করতে পারেন।
কিন্তু এটা আসলে এতটা সহজ নয় যতটা সহজ মনে হচ্ছে। আমাদের দেশে অনলাইনে অর্থ উর্পাজনের জগৎ প্রতারনায় পরিপূর্ণ সুতরাং আপনাকে এই বিষয়ে সচেতন হতে হবে। কেউ যদি আপনাকে রেজিস্ট্রেশন/ অ্যাকাউন্ট খোলার জন্য বা অনলাইনে কাজের জন্য আগেই টাকা দিতে বলে তাহলে ১০০ হাত দূরে থাকবেন। এটি প্রতারনা ছাড়া আর কিছু না। কারণ অনলাইনে অর্থ উপার্জন করে হাতে পাওয়া পর্যন্ত কোথাও কোন টাকা খরচ করতে হয় না।
এখানে, আমি অনলাইনে অর্থ উর্পাজনের প্রয়োজনীয় সকল তথ্য দিচ্ছি। আপনি যদি এটি পুরোপুরি পড়েন তাহলে সবকিছু বুঝতে পারবেন।
যাইহোক এখানে ব্যাখ্যা করা কোন পদ্ধতি আপনাকে রাতারাতি ধনী হতে সহায়তা করবে না । তবে আপনি যদি কঠোর পরিশ্রম করেন এবং সঠিক ভাবে অগ্রসর হন তাহলে একটা পর্যায়ে বেশ ভাল পরিমান উপার্জন করতে পারবেন।
উপার্জনের ধরন অনুযায়ী অনলাইনে অর্থ উপার্জন দুই ধরনের-
- Active income. যেমন- Freelancing Earnings.
- Passive income. যেমন- Blog and YouTube Earnings.
আমি ধাপে ধাপে প্রতিটি অর্থ উপার্জনের কৌশল ব্যাখ্যা করছি। আপনাকে আপনার দক্ষতা ও পছন্দ অনুযায়ী শুরুতে যে কোন একটি নির্বাচন করতে হবে এবং সঠিক পদ্ধতি অনুসরন করতে হবে।
অনলাইনে অর্থ উপার্জন করার উপায়ঃ
- Paid to Click (PTC)
- Create a Blog
- Sell Digital products
- Do Affiliate Marketing
- Place Ads
- Sell Digital Assets
- Website & Apps
- Domain
- Sell Stock Photos
- Invest in Crypto Currency.
- Start YouTube Channel
- Start Freelancing
Paid to Click (PTC):
আপনাকে PTC সাইটে কাজ করে টাকা উপার্জন করার জন্য কোন টাকা খরচ করতে হবে না। কোন ধরনরে Technical অভিজ্ঞতা ছাড়া এই ধরনের কাজ খুব সহজেই শুরু করা যায়। এমন কি আপনি PTC সাইটে রেজিস্ট্রেশন করার সাথে সাথেই কাজ শুরু করতে পারবেন। যাইহোক আপনি এই PTC সাইটগুলো থেকে খুব বেশি টাকা উপার্জন করতে পারবেন না এবং প্রচুর Scam PTC সাইট পাবেন যেখানে আপনি কাজ করবেন কিন্তু কোনো Payment পাবেন না। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ন যে আপনাকে Trusted এবং Pay করে এমন সাইটগুলো পছন্দ করতে হবে।
এই সাইটগুলোতে আপনি যতবেশি Add এ Click করবেন ততোবেশি উপার্জন করতে পারবেন এই PTC সাইটগুলো Pay করে PayPal অথবা Payza Account এর মাধ্যমে। যেহেতু আমাদের দেশে এখনও PayPal চালু হয়নি সুতরাং যখন আপনার অ্যাকাউন্ট এ তোলার মত ডলার জমা হবে তখন Payza Account এর মাধ্যমে আপনি আপনার উপার্জিত টাকা আপনার Bank অ্যাকাউন্ট এ Transfer করতে পারবেন। প্রত্যেকটি PTC সাইট এর নিজস্ব এবং ভিন্ন ভিন্ন Rules এবং Payout Limit আছে। যেসকল PTC সাইট এ কাজ করতে পারেন যেমনঃ 1. NeoBux 2. ClixSense
Create a blog
আপনার যদি কোন বিষয়ে ভাল জ্ঞান থাকে এবং লেখালেখির অভ্যাস থাকে তাহলে ব্লগ লিখে উপার্জন করতে পারবেন। কিন্তু নিশ্চিত হতে হবে যে বিষয়ে আপনার Deep knowledge আছে তার চাহিদা আছে কিনা? এবং এটি অন্যের জীবনে কোন উপকারে আসবে কিনা?
অনেক উপায়ে Blog থেকে টাকা উপার্জন করা যায়। কিন্তু আমি এখানে জনপ্রিয় ৩টি উপায়ের নাম লিখছি
- Sell Digital Products (e-book, Video Course)
- Affiliate Marketing
- Place Ads (Google AdSense, Other Adds)
Sell Digital Assets
Digital Assets যেমন- Domain, Website, Mobile Apps ইত্যাদি বিক্রি করে Profit করতে পারেন। অনেক Market Place আছে যেখানে আপনি Domain, Website অথবা Mobile Apps বিক্রি করতে পারবেন। যেমন-
- Flippa
- Sedo (Domain)
- Godaddy Auction (Domain)
Sell Stock Photos:
হাজার হাজার মানুষ তাদের প্রয়োজনে Stock Photo কিনে থাকে। Stock Photo গুলো সাধারনত ব্যবহৃত হয় Newsletter, Website, Blogs, Brochure, E-book, Presentation ইত্যাদিতে। আপনি যদি একজন ভাল Photographer হন তাহলে Stock Photo বিক্রি করে অনলাইনে অর্থ উপার্জন করতে পারবেন।
যে সকল সাইটে Stock Photo বিক্রি করতে পারবেন। যেমন-
- Shutter Stock
- Adobe Stock
Invest in Crypto Currency
Crypto Currency হচ্ছে Digital Currency যা পন্য বা সার্ভিস কেনার জন্য Physical Currency এর মতই ব্যাবহার করতে পারবেন। প্রচুর মানুষ এবং Company হাজার হাজার ডলার ব্যয় করছে Crypto Currency তে। Bitcoin হচ্ছে সর্ব প্রথম এবং জনপ্রিয় Crypto Currency । Bitcoin এর মত আরও অনেক Crypto currency আছে। এই Crypto Currency গুলো কিন্তু সরকারের নিয়ন্ত্রাধীন নয়। এখানে ব্যয় করলে আপনার আয় কেমন হবে তা বলা মুশকিল।
সুতরাং আপনি যদি টাকা Invest করেন তাহলে 100%, 200% পর্যন্ত এমনকি -100% পর্যন্তও রিটার্ন পেতে পারেন। তাই এখানে Risk Factor বিবেচনা করে Invest করা উচিৎ।
Start Youtube Channel:
অনেক মানুষ আছে যারা YouTube এর মাধ্যমে অনেক ভাল উপার্জন করতেছে।
এটা গুগলের অনেক ভাল একটি সামাজিক Platform যেখানে আপনি আপনার প্রতিভাকে কাজে লাগিয়ে অনলাইনে উপার্জন করতে পারেন। আপনাকে একটি YouTube Channel তৈরী করতে হবে এবং এমন সব Video Uplood করতে হবে যেগুলোতে দর্শকের আগ্রহ আছে। আপনি যদি টাকা উপার্জন করার উদ্দ্যেশে YouTube Channel শুরু করেন তাহলে বেশিদিন টিকে থাকা সম্ভব হবে না। YouTube এমন একটি সামাজিক সাইট যেখানে যোগাযোগের প্রধান মাধ্যম Video আপনার উদ্দেশ্য হওয়া উচিৎ সুন্দর সুন্দর Helpful Video তৈরী করা যেগুলো দর্শককে আকৃষ্ট করবে এবং আপনাকে অনেক বেশী Views, Like এবং Subscribe পেতে সহায়তা করতে ।
প্রায় সকল YouTube Channel টাকা উপার্জন করে Ads এর মাধ্যমে। Google এর নতুন Rules এর পরে Ads এর মাধ্যেমে টাকা উপার্জন করা নতুন YouTube দের জন্য অনেক কঠিন। Google এর নতুন Rules অনুযায়ী Ads পেতে আপনার Channel এ 1000 Subscriber এবং 4000 ঘন্টা Watch Time লাগবে Last 12 মাসে।
তার মানে আপনার Channel এ Ads পাওয়ার জন্য আপনাকে অনেক বেশী পরিশ্রম করতে হবে। Ads ছাড়াও Sponsorship এবং Affiliate Marketing এর মাধ্যমেও টাকা উপার্জন করতে পারেন। আপনার যে বিষয়ে দক্ষতা ও আগ্রহ আছে সেই বিষয়ে Video তৈরী করা উচিৎ।
কিভাবে YouTube Channel তৈরী করবেন তার একটি Series Video এ Channel এ দেওয়া আছে।
Start Freelancing
আপনি কি বাড়িতে বসে অন্যের কাজ করতে চান? তাহলে বাড়িতে বসে উপার্জনের জন্য Freelancing আপনার প্রথম পছন্দ হওয়া উচিৎ। কিন্তু আপনার কিছু বিষয়ে দক্ষতা থাকা উচিৎ যেগুলো অপনি Service হিসাবে বিক্রি করবেন।
অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আপনি Freelancer হিসাবে কাজ করতে পারেন। যেমন-
- Web design and Development
- Mobile App Development
- Word press
- SEO
- Content Writing
- Marketing Automation and Email Marketing
- Paid Ads (AdWords, Facebook, LinkedIn, etc.)
- Customer Service
- Accounting
- Date Entry
- Virtual Assistant
- CRM
- Engineering (IT, Civil, Chemical, Mechanical, etc.)
- Legal
- Translation. etc.
আপনার যদি এগুলোর মধ্যে থেকে কোন Skill এর উপরে Job Experience থাকে তবে খুব সহজেই ক্লায়েন্ট পাবেন আর আপনার যদি কোন অভিজ্ঞতা না থাকে তবে আমি আপনাকে Suggest করব আপনার পছন্দ অনুযায়ী যে কোন একটি Skill Develop করার। তারপর Marketplace এ কাজ করলে খুব সহজেই সফল হতে পারবেন।
যে সকল ওয়েবসাইটে এই Freelance কাজ গুলো পাওয়া যায় তাদেরকে Freelance Marketplace বলে। যেমন-
- Upwork.com
- Fiverr.com
- Freelancer.com
- People Per Hour
- 99 Designs (only Graphics Designs)
3 Comments
I want to freelancing. Pls enter your office address.
I want to freelancing. Please enter your office address.
Utshab Plaza (2nd Floor),
B-21, Bazar Road, Savar, Dhaka-1340, Bangladesh